এর জন্য আপনাদের কম্পিউটার এবং মোবাইল দুটিকে একটি সেম নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হতে হবে।আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার থেকে মোবাইল ফোনে ফাইল ট্রান্সফার করতে পারবেন।
1) সবার প্রথমে আপনার গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ইন্সটল করে নিবেন
app link: https://play.google.com/store/apps/details?id=com.medhaapps.wififtpserver
2) ইনস্টলও হয়ে গেলে ওপেন করে যাবতীয় পারমিশন দিয়ে দিবেন।
তারপর আপনার Start বাটনে ক্লিক করবেন।ক্লিক করার পরে এরকম একটি Address দেখতে পাবেন।
3) এরপর আপনারা কম্পিউটারের ফাইল ম্যানেজার ওপেন করবেন। ফাইল ম্যানেজারের একটি ফাঁকা স্থানে রাইট ক্লিক করে দেখতে পারবেন এড নেটওয়ার্ক লোকেশন।
তার পরের উইন্ডোতে Add a custom location দিন ।
4) এরপর আপনার অ্যাপে দেখানো সেই এড্রেসটি এখানে হুবহু টাইপ করুন। এড্রেস লেখা শেষ হলে নেক্সট চাপুন।
5) তারপর আপনার ইচ্ছামত যেকোনো একটি নাম দিয়ে সেভ করেন।সবকিছু ঠিকঠাক মত হলে ফিনিশ বাটনে চাপ দেওয়ার পর আপনি আপনার ফোনের স্টোরেজ আপনার পিসিতে দেখতে পারবেন।
Finish এ ক্লিক করার পরে একটি নতুন ট্যাব ওপেন হবে যেখানে আপনার ফোনের স্টোরেজ দেখাবে।
এভাবে খুব সহজে আপনি আপনার কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারবেন।