Termux Some useful basic

MD Rifat Hasan

New member
Credits
106
আপনি চাইলে রঙের কম্বিনেশন ব্যাবহার করতে পারবেন

যেমন: toilet -f mono12 -F gay [your text]


আরো কিছু প্রয়োজনীয় কমান্ড

১. ব্যাকগ্রাউন্ড e কোন কোন টাস্ক চলতেসে সেটা দেখার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,

top

2. Termux এ ক্যালেন্ডার দেখার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,

cal


$১ম Command
apt update

$২য় Command
apt list –upgradable

এখন ডিসপ্লেতে Long press করি। তাহলে কিছু অপশন পাব।

কি কি package Install আছে তা দেখার জন্য নিচের কমান্ড ব্যবহার করি।
$ কমান্ড
apt list

নতুন কোন Package Install করার জন্য এই কমান্ড লিখি. এবং এন্টার চাপি। যেমন_Python” Install করব.
$কমান্ড
apt install python

Package remove করার জন্য টাইপ করতে হবে apt remove package name.
$কমান্ড
apt remove python
remove screenshot দিলাম না। কারন, আমাদের Remove করার প্রয়োজন নেই।

এখন টাইপ করি এবং এন্টার চাপি।
$কমান্ড
clear
হুমমমম. কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন।

নিচের Command গুলো একটু ভালভাবে দেখে নিই। কারন, এই Command সমুহ সবসময় কাজে লাগবে।

TermuX Main Command
apt search (for query)
apt install (New package)
apt upgrade (upgrade)
apt show (Show package)
apt list (for list)
apt list –installed (installed list)
apt remove (remove package)
আজ এ পর্যন্তই
 
Top Bottom