কিভাবে এরোপ্লেন মোডে মোবাইল ডাটা ইউজ করবেন?

ErrorX

Administrator
Staff member
Credits
74
হ্যালো আসসালামুয়ালাইকুম,

আজকে আপনাদের সামনে নতুন একটি টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। অনেকেই হয়তো বা আগে থেকেই এই ট্রিক্স জেনে থাকবেন, যারা জানেন না তাদের জন্য আজকের এই ট্রিক্স টি অনেক হেল্পফুল হবে আশা করছি।

আজকের এই ট্রিক্স টি কিভাবে ব্যবহার করবেন?

photo-2023-05-16-20-15-13.jpg


এইজন্য প্রথমে আপনার ফোনের ডায়ালার অপশনে চলে যেতে হবে।

photo-2023-05-16-20-15-16.jpg


ডায়ালার অপশনে গিয়ে এই কোডটি লিখবেন, *#*#4636#*#* । কোডটি লেখার সাথে সাথে আপনার ফোনে নিচের মত অপশন চলে আসবে।

photo-2023-05-16-20-15-20.jpg


এরপর আপনি আপনার ফোনের এরোপ্লেন মোড অন আছে কিনা সেটা চেক করে নিবেন।

photo-2023-05-16-20-15-27.jpg


আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোনে এরোপ্লেন মোড অন করা এবং এখানে কোন প্রকার মোবাইল ডাটা অপশন শো করছে না। এরপর আপনারা চলে যাবেন phone information অপশনটিতে।

photo-2023-05-16-20-15-18.jpg


এরপর নিচের ফটোতে দেখানো এই অপশনটি চালু করে দিবেন।

photo-2023-05-16-20-15-30.jpg


ব্যাস হয়ে গেল এখন দেখতে পারবেন ফ্লাইট মোডে আপনার মোবাইল ডাটা কাজ করছে এবং নরমাল ভাবে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

photo-2023-05-16-20-15-35.jpg


তো আজকের পোস্ট এতটুকুই, আশা করি যারা এই ট্রিক্স টি জানতেন না তাদের জন্য এই পোস্টটি হেল্পফুল হবে।

সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ :)
 
Last edited:

fijannatinnaim

New member
Credits
5
আমার এক ভাই এর ফোনে হচ্ছে। তবে কল ঢুকেছে। এরোপ্লেইন মোড থাকলে আবার কল ঢুকছে কেনো...? এটা অফ করা অপশন কি...?
 

ErrorX

Administrator
Staff member
Credits
74
আমার এক ভাই এর ফোনে হচ্ছে। তবে কল ঢুকেছে। এরোপ্লেইন মোড থাকলে আবার কল ঢুকছে কেনো...? এটা অফ করা অপশন কি...?
Force LTE APK use koren
 
Top Bottom