ট্রোজান হর্স ভাইরাস কি?

ErrorX

Administrator
Staff member
Credits
74
আজকে আমরা আলোচনা করবো Trojan Horse নিয়ে, চলুন শুরু করা যাক।
Trojan শব্দ দ্বারা প্রাচীন ট্রয় নগরবাসী এবং Horse দ্বার ঘোড়া অর্থাৎ Trojan Horse দ্বারা প্রাচীন ট্রয় নগরের ঘোড়া নিয়ে একটি কল্পকাহিনীকে নির্দেশ করে।

Trojan Horse কি ভাইরাস?
না, Trojan Horse হচ্ছে এক প্রকার malicious Computer Program বা ম্যালওয়্যার (malware) যা কোন কম্পিউটারে লুকিয়ে থাকে এবং ইউজারকে ইন্সটল করাতে চেষ্টা করে। এরা চুপচাপ লুকিয়ে থাকে সুযোগ বুঝে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি করে এবং কখনো কখনো কম্পিউটারের পুরোপুরি অধিকার নিয়ে নেয় এর পিছনে থাকা সাইবার ক্রিমিনাল।

Malware টির এর নাম Trojan Horse রাখা হয় কেন?
কারণ প্রাচীন ট্রয়বাসীর সাথে গ্রীকদের যুদ্ধের কৌশল অনুসরণ করে এটি বানানো হয়।[গল্পটি পড়ে নিতে পারেন গুগল থেকে]

Trojan এর আক্রমনের পথ বা পদ্ধতি কি?
1. Downloading cracked application
2. License less Operating System
3. Downloading unknown free program
4. Downloading free website themes
5. Opening infected attachments
6. Visiting shady website like porn site
7. Browser extension or add-ons
8. Any other social engineering

Trojan এর প্রকারভেদ?
1. Backdoors
2. Spyware
3. Zombifying Trojan
4. Downloader Trojan
5. Dialer Trojan

Smartphones ও এখন Apps এর মাধ্যমে ট্রোজানের শিকার হচ্ছে বিপুল পরিমাণে যা ব্যবহারকারীরা টেরও পাচ্ছে না।

কিভাবে মুক্তি পাব এই Trojan Horse এর হাত থেকে?
1. Running periodic diagnostic scan
2. Automatic OS update
3. Keeping applications update
4. Avoiding unsafe or suspicious websites
5. Being skeptical of unverified attachments and links in unfamiliar emails
6. Using complex password
7. Using automated anti malware tools or program
8. Staying behind a firewall

আশাকরি আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি, ভালো থাকবেন ধন্যবাদ।
 
Top Bottom